'চীনা শিক্ষার্থীরা নিরাপদেই থাকবে’ ট্রাম্পের আশ্বাস

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:০১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : চীনা শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকা চীনা আন্তর্জাতিক শিক্ষার্থীরা ‘ভালোই থাকবে’।

ওয়াশিংটন থেকে এএফপি বলেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'তারা ঠিকই থাকবে। সবকিছু ঠিকঠাকভাবে মিলে যাবে।'

ট্রাম্প বলেন, 'আমরা শুধু চেক করে নিতে চাই, আমাদের কলেজগুলোতে কোন শিক্ষার্থীরা আছে। এটা সব কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য।'

ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহে চীনা শিক্ষার্থীদের ভিসার ওপর বিশেষ নজরদারি চালানোর ঘোষণা দেয়। এ সিদ্ধান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর চলমান সরকারের চাপেরই অংশ।

তবে বৃহস্পতিবার আদালত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ঠেকাতে তার প্রশাসনের উদ্যোগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর একদিন পরেই ট্রাম্পের এই অপেক্ষাকৃত ‘নরম’ মন্তব্য এলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার বলেন, চীনা শিক্ষার্থীদের ভিসা ‘জোরালোভাবে বাতিল’ করা হবে। এরই মধ্যে হাজারো শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে—যার মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে সক্রিয় ছিলেন, আবার কেউ ছোটখাটো ট্র্যাফিক অপরাধেও অভিযুক্ত।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টানাপড়েন বহুদিনের। সরকার হার্ভার্ডকে কিছু নির্দিষ্ট শিক্ষার্থীর তালিকা দিতে বলেছে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

শুক্রবার ট্রাম্প বলেন, 'আমি জানি না হার্ভার্ড আমাদের তালিকা দিচ্ছে না কেন। কিছু একটা হচ্ছে। তারা তালিকা দিচ্ছে না কারণ সম্ভবত তাতে এমন কিছু নাম আছে, যেগুলো যথেষ্ট খারাপ।'

তিনি আরও বলেন, 'তারা তালিকাটা দিলেই সমস্যার সমাধান হয়ে যেত।'

এ সপ্তাহেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট অ্যালান গারবার বক্তৃতায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানালে তাকে এক মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান উপস্থিত সবাই।

ট্রাম্প বলেন, 'আমরা এমন মানুষ চাই যারা আমাদের দেশকে ভালোবাসবে, দেশের সেবা করবে, দেশকে মর্যাদা দেবে।'

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা গড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মোট জনসংখ্যার ছয় শতাংশেরও কম, যা যুক্তরাজ্যের চেয়ে অনেক কম। যুক্তরাজ্যে এই হার প্রায় ২৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০