ভারতে মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা-ভূমিধসে ৫ জনের প্রাণহানি 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৪:২০

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা মৌসুমী বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভারতের গুয়াহাটি থেকে এ খবর জানিয়েছে এএফপি।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমী বৃষ্টির মৌসুম। এই বৃষ্টি প্রচণ্ড গরমের পর কিছুটা স্বস্তি বয়ে আনলেও, পাশাপাশি বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে। প্রতিবছর এই সময়টিতে দেশজুড়ে বহু মানুষের মৃত্যু ঘটে।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানায়, গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তারা আরো জানায়, গত তিন দিন ধরে টানা বর্ষণের ফলে অনেক শহরাঞ্চলের রাস্তা পানিতে তলিয়ে গেছে এবং বন্যার সৃষ্টি হওয়ায় আসামের ১২টি জেলায় জরুরী সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। 

ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং অনেক স্থানে ইতোমধ্যেই ভাঙন শুরু হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।

আসামের রাজধানী গুয়াহাটির পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে নিচু এলাকার বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

নগর কর্তৃপক্ষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঝুঁকি এড়াতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। 
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে বলেন, ‘আমরা গত তিন দিন ধরেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে ত্রাণ হিসেবে চাল সরবরাহ করা হয়েছে এবং উদ্ধার দল মোতায়েন করা হয়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ভারতে বৃষ্টিপাত ও বন্যার তীব্রতা বেড়েছে, যার বড় কারণ জলবায়ু পরিবর্তন। তবে বৈজ্ঞানিকভাবে এখনো পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, দক্ষিণ এশিয়ার জটিল মৌসুমী বৃষ্টি ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতেও মৌসুমী বৃষ্টি হয়েছে, যা সাধারণ সময়ের প্রায় দুই সপ্তাহ আগে। গত ২৫ বছরে এটিকে সবচেয়ে আগাম বর্ষা বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০