বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া খনিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবে পানামা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : পানামার সরকার শুক্রবার জানিয়েছে, তারা বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া একটি বড় খনিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবে, তবে জোর দিয়ে বলেছে যে প্রকল্পটি পুনরায় চালু করার উপযুক্ত নয়।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পরিবেশগত প্রভাব নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর মধ্য আমেরিকায় কানাডিয়ার মালিকানাধীন বৃহত্তম কোব্রে পানামা তামার খনি ২০২৩ সালে বন্ধ করে দেওয়া হয়।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী জুলিও মোল্টো এক সংবাদ সম্মেলনে বলেন, খনিতে সংরক্ষিত উপকরণ থেকে ‘পরিবেশগত ক্ষতি রোধ করার জন্য’ কানাডার ফার্স্ট কোয়ান্টাম মিনারেলস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান এটি রক্ষণাবেক্ষণ করবে।

মোল্টো বলেন, ‘এই সিদ্ধান্ত খনিটির পুনঃসক্রিয়করণকে বোঝায় না’। 

ফার্স্ট কোয়ান্টাম মিনারেলস জানিয়েছে, এটি বন্ধ হওয়ার পর থেকে ওখানে সংরক্ষিত ১ লাখ ২১ হাজার ঘন টন তামা রপ্তানির ব্যাপারে  তারা অর্থায়ন করবে।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো গত মাসে বলেছিলেন যে তার সরকার খনিটি পুনরায় চালু করার জন্য কাজ করছে। তবে আইনি বাধা মোকাবেলার পরিকল্পনা কীভাবে করবেন তা তিনি স্পষ্ট করেননি।

দেশটির সুপ্রিম কোর্ট ২০২৩ সালের নভেম্বরে রায় দেয় ফার্স্ট কোয়ান্টাম মিনারেলসকে সাইটটি পরিচালনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার একটি চুক্তি অসাংবিধানিক। 

পরিবেশবাদী রাইসা ব্যানফিল্ড শুক্রবারের ঘোষণার সমালোচনা করে বলেছেন, কানাডিয়ান জায়ান্ট এভাবে খনিটি পরিচালনা করতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
১০