ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১ 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৫:১৩

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ছয় মাস ধরে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবার লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দেইর আল-জাহরানির একটি মসজিদে এক ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিলেন, এমন সময় ইসরাইল ওই ব্যক্তির গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালে ওই ব্যক্তি নিহত হন।

২৭ নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও, হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ব বন্ধ করার লক্ষ্যে ইসরাইল লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ‘হিজবুল্লাহর রকেট অ্যারের’ একজন আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছেন।

যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার  দূরে লিটানি নদীর উত্তরে পিছু হটতে হবে এবং দক্ষিণে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।  

ইসরাইল লেবানন থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তারা এখনও পাঁচটি এলাকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে, যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে। 

লেবাননের সেনাবাহিনী দক্ষিণে মোতায়েন করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
১০