ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১ 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৫:১৩

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ছয় মাস ধরে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবার লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দেইর আল-জাহরানির একটি মসজিদে এক ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিলেন, এমন সময় ইসরাইল ওই ব্যক্তির গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালে ওই ব্যক্তি নিহত হন।

২৭ নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও, হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ব বন্ধ করার লক্ষ্যে ইসরাইল লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ‘হিজবুল্লাহর রকেট অ্যারের’ একজন আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছেন।

যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার  দূরে লিটানি নদীর উত্তরে পিছু হটতে হবে এবং দক্ষিণে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।  

ইসরাইল লেবানন থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তারা এখনও পাঁচটি এলাকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে, যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে। 

লেবাননের সেনাবাহিনী দক্ষিণে মোতায়েন করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০