লি’র সঙ্গে  ট্রাম্পের তুলনায় ক্ষুব্ধ সিঙ্গাপুরবাসী

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৬:২৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নগর-রাজ্যের প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের সাথে তুলনা করেছেন। তবে তার এ তুলনা সিঙ্গাপুরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। তীব্র সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

সিঙ্গাপুর থেকে এএফপি জানায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন কৌশলের রূপরেখা তুলে ধরে এক গুরুত্বপূর্ণ বক্তৃতায় হেগসেথ উভয় নেতাকেই ‘ঐতিহাসিক পুরুষ’ বলে অভিহিত করেছেন।

বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেতাদের একত্রিত হওয়া শাংরি-লা সংলাপে তিনি বলেন, ‘প্রয়াত প্রধানমন্ত্রীর মতো, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ও সাধারণ জ্ঞান জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে।’

ব্রিটিশ-প্রশিক্ষিত আইনজীবী লি, তিন দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। হেগসেথ তার ‘বিচক্ষণ নেতৃত্ব ও কৌশলগত দৃষ্টিভঙ্গির’ প্রশংসা করেন।

তবে ট্রাম্পের সঙ্গে তার তুলনা জুড়েদিয়ে তিনি বলেন, ‘আমাদের সাধারণ জ্ঞান এই দৃঢ় বিশ্বাস ধারণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গিও ঠিক এটাই।’

লি, সিঙ্গাপুরকে একটি উচ্চ প্রযুক্তির শিল্প ও আর্থিক কেন্দ্রে পরিণত করেছিলেন। তার মৃত্যুর এক দশকেরও বেশি সময় পরেও সিঙ্গাপুরে তিনি অত্যন্ত  সম্মানিত।

ট্রাম্পের সঙ্গে লি-এর এই তুলনায় তীব্র সমালোচনায় সোশ্যাল মিডিয়া ফেটে পড়েছে।

‘একজন মন্তব্য করেছেন ‘একটি ঐতিহাসিক, অন্যটি হিস্টিরিয়াস।’ আবার অন্য একজন মন্তব্য করেছেন, ‘ট্রাম্পকে লি কুয়ান ইউয়ের সাথে তুলনা করা হচ্ছে? এটা বলার মতো যে ইনস্ট্যান্ট নুডলস সুস্বাদু খাবারের মতো।’ 

লি’র আদ্যক্ষর ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অন্য একজন বলেন, ‘এলকেওয়াই নিশ্চয়ই তার কবরে জোরে গড়াগড়ি খাচ্ছেন, আমি এখনই এক কম্পন অনুভব করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
১০