পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার সিদ্ধান্তকে স্বাগত জানালো আফগানিস্তান

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৬:৫৯
ফাইল ছবি। সংগৃহীত

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান । তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আগামী দিনে পাকিস্তান ভ্রমণ করবেন বলে শনিবার তার কার্যালয় জানিয়েছে। 

কাবুল থেকে এএফপি এই খবর জানায়।

এই ধরনের পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা হ্রাসের ইঙ্গিত দেয়, কারণ তালেবান কর্তৃপক্ষ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতোমধ্যেই বাঘে-মহিষে। নিরাপত্তা উদ্বেগ এবং হাজার হাজার আফগানকে বহিষ্কারের জন্য ইসলামাবাদের অভিযানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক শীতল হয়ে উঠেছে।

শুক্রবার পাকিস্তানের শীর্ষ কূটনীতিক বলেছেন, কাবুলে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রাষ্ট্রদূত পদে উন্নীত করা হবে। কাবুল পরে ঘোষণা করেছে, ইসলামাবাদে তার প্রতিনিধিকেও উন্নীত করা হবে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে-এক পোস্টে বলেছে, ‘আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্বের এই উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত করে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল এএফপি’কে জানিয়েছেন কাবুলের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ‘আগামী কয়েকদিনের মধ্যে’ পাকিস্তান সফর করবেন।

মুত্তাকি চলতি মাসে বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেছেন।
পরে ওয়াং কাবুল ও ইসলামাবাদের রাষ্ট্রদূত বিনিময়ের ইচ্ছার কথা ঘোষণা করেন এবং ‘আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার’ আগ্রহ প্রকাশ করেন।

শুক্রবার দার পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের ‘ইতিবাচক গতিপথ’-এর প্রশংসা করে বলেছেন, তাদের প্রতিনিধিদের উন্নীতকরণ ‘দুটি ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে আরো বিনিময়কে উৎসাহিত করবে।’

২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে চীনসহ মাত্র কয়েকটি দেশ তালেবান সরকারের রাষ্ট্রদূতদের আতিথেয়তা দিতে সম্মত হয়েছে এবং এখনো কোনো দেশই আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে স্বীকৃতি দেয়নি।

গত মাসে রাশিয়া বলেছিল, গোষ্ঠীটির ‘সন্ত্রাসী’ তকমা অপসারণের কয়েকদিন পর তারা তালেবান সরকারের একজন রাষ্ট্রদূতকেও স্বীকৃতি দেবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্টে ৩০ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী
অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির
বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে পেট্রোবাংলায় দুদকের অভিযান
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭২৭ জন
সিলেটে বৃক্ষমেলায় সাড়ে ৬১ হাজার চারা বিক্রি
ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সিলেটে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করতে হাইকোর্টের রায়
কোরিয়ার সহায়তায় দেশে প্রথমবারের মতো ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন
১০