রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী ১১ গ্রাম খালি করার নির্দেশ

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৮:০২

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের কর্তৃপক্ষ শনিবার সেখানকার ১১টি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে। কিয়েভ সেখানে রুশ হামলার আশঙ্কা করছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সুমি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী সম্প্রদায়ের ওপর বোমাবর্ষণের কারণে বেসামরিক নাগরিকদের প্রতি ক্রমাগত হুমকির বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তাদের বাহিনী সুমি অঞ্চলে ‘ভদোলাগি’ নামে আরেকটি গ্রাম দখল করেছে, যা ইউক্রেনীয় ভাষায় ‘ভদোলাহি’ নামে পরিচিত।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে বলেছেন, মস্কো সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে কাছাকাছি স্থানে ৫০ হাজার সৈন্য জড়ো করেছে।

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রি দেমচেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া সুমি অঞ্চলে হামলা চালাতে প্রস্তুত হয়ে আছে।

তিনি বলেন, গত বছর রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে মস্কোর বাহিনী যখন লড়াই করে, তখন থেকে রাশিয়া সেখানে সৈন্য জড়ো করা শুরু করে। রাশিয়া সম্প্রতি প্রায় পুরো কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। চলমান সংঘাতে উভয় পক্ষের কয়েক হাজার সৈন্য ও  বেসামরিক লোক নিহত হয়েছে।

ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিয়েভ ও মস্কো একে অপরকে ‘শান্তি চায় না’ বলে অভিযোগ করছে।

ক্রেমলিন আগামী সোমবার ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। 

এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সরাসরি আলোচনায় বসে। তবে সেই আলোচনা যুদ্ধবিরতি কার্যকরে তেমন ফলপ্রসূ হয়নি। সেখানে উভয় পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে।

মস্কোর প্রস্তাব অনুযায়ী কিয়েভ ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় আলোচনায় যোগ দেবে কি-না, তা এখনো জানায়নি। তারা মস্কোকে অবিলম্বে যুদ্ধবিরতির বিরোধিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
১০