পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই, আহত ১১

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:০৩

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার কাছে কিলি মঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল শনিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। 

করাচি থেকে সিনহুয়া এ খবর জানায়।।

সিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরেই উদ্ধার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেই সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হান্না উড়াক স্টেশন হাউজ অফিসার (এসএইচও) নাভেদ আক্তারের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘ডন’ জানিয়েছে, কয়লা খনির মালিক আব্দুল সালামকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

নাভেদ বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল। কিন্তু যখন আব্দুল মালিক টাকা দিচ্ছিলেন না তখন অন্তত ১শ’ সশস্ত্র ব্যক্তি তার কয়লা খনিতে হামলা চালায় এবং সেখানকার যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।

এসএইচও কর্মকর্তা জানিয়েছেন, আব্দুল সালাম তার ভাই এবং বেশ কয়েকজনকে নিয়ে কয়লা খনিতে গেলে তাদের ওপর হামলা হয় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সশস্ত্র ব্যক্তিরা কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আব্দুল সালাম এবং তার ভাই মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন।

পুলিশ ওই অঞ্চলে অভিযান শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা। পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই হামলার নিন্দা জানিয়ে হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, যারা শত্রুর নির্দেশে নিরীহদের রক্তপাত করে, তারা ক্ষমা পাওয়ার কোনো যোগ্য নয়।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

ডন জানিয়েছে, দেশটির বেলুচিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। গত শুক্রবারে নিজ বাস ভবনে সন্ত্রাসীরা অতিরিক্ত জেলা প্রশাসককে হত্যা করেছে। সেইসঙ্গে থানায় ও অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া সরকারি ব্যাংকে লুটপাট চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০