রাশিয়ায় রেল লাইনের ওপর সেতু ধসে ৭ জনের প্রাণহানি, আহত ৩০ 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:২৬

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনাকে ‘অবৈধ হস্তক্ষেপ’ বলে অভিযোগ করেছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন। 

মস্কো  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, ‘রেল লাইনের ওপর একটি সেতু ধসে পড়ার ফলে সাতজন নিহত এবং দুই শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

মস্কো রেলওয়ে জানিয়েছে, ‘পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ফলে একটি সেতুর স্প্যান ভেঙে পড়ার কারণে ক্লিমোভো এবং মস্কোর মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে’। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী অভিযান শুরু করে।

মস্কো রেলওয়ে টেলিগ্রামে জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো এবং ভাইগোনিচি স্টেশনে স্থানীয় সময় গত রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সংস্থাটি আরো জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলের ওপর প্রভাব ফেলেনি।

রাশিয়ার কর্তৃপক্ষের অনলাইনে প্রকাশিত ছবিতে সেতুর একটি ধসে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্টে ৩০ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী
অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির
বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে পেট্রোবাংলায় দুদকের অভিযান
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭২৭ জন
সিলেটে বৃক্ষমেলায় সাড়ে ৬১ হাজার চারা বিক্রি
ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
১০