নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:৫৫

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): নাইজেরিয়ার কানো প্রদেশে মহাসড়কে শনিবার এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন ক্রীড়াবিদ নিহত এবং অনেকেই আহত হয়েছেন। নিহতদের সবাই ক্রীড়াবিদ। তারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফিরছিল। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি চালকের ক্লান্তি বা অতিরিক্ত গতির কারণে হতে পারে।

আবুজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফেডারেল রোড সেফটি কোর (এফআরএসসি) জানিয়েছে, দুর্ঘটনাটি বিকেলের দিকে ঘটে এবং অন্যান্য যানবাহন জড়িত ছিল না। ‘দীর্ঘ রাতের ভ্রমণের পরে ক্লান্তি এবং অতিরিক্ত গতির ফলে এটি ঘটেছে’।

ক্রীড়াবিদরা ২২তম জাতীয় ক্রীড়া উৎসব থেকে নাইজেরিয়ার উত্তরে অবস্থিত কানোতে ফিরছিলেন। ক্রীড়া উৎসবটি নাইজেরিয়ার দক্ষিণে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) দূরে ওগুন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল।

নাইজেরিয়ার দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে, যার মূল কারণ দ্রুতগতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম অবহেলা।

এফআরএসসি এর তথ্য অনুসারে জানা গেছে, গত বছর নাইজেরিয়ায় ৯ হাজার ৫শ’ ৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে যার ফলে ৫ হাজার ৪শ’ ২১ জন প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্টে ৩০ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী
অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির
বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে পেট্রোবাংলায় দুদকের অভিযান
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭২৭ জন
সিলেটে বৃক্ষমেলায় সাড়ে ৬১ হাজার চারা বিক্রি
ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
১০