বৃহস্পতিবার বাজারে আসছে নিন্টেন্ডো সুইচ ২

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৪:১৪

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : ভার্চুয়াল গেমিং জগতে ঝড় তুলতে বৃহস্পতিবার বাজারে আসছে নিন্টেন্ডো সুইচ ২। ১৯৭০-এর দশকে প্রথম ভিডিও গেম কনসোল বাজারে আসার পর থেকে আজ পর্যন্ত গেমাররা বিভিন্ন কনসোলের মাধ্যমে ‘অ্যাসাসিনস ক্রিড’ থেকে শুরু করে ‘জেলদা’ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গেমে ডুবে থেকেছে। 

এ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি গেম কনসোল এর নাম জেনে নেওয়া যাক। এই পাঁচটি কনসোলের সর্বমোট বিক্রি প্রায় ৭০ কোটি ইউনিট বলে প্যারিস থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যার  প্রথম স্থানে আছে প্লে-স্টেশন ২। এ গেমটি বিক্রি হয়েছে ১৬ কোটি ইউনিট ।

প্লে-স্টেশন ২: ২০০০ সালে বাজারে আসার পর প্লে-স্টেশন ২ যেন ঝড় তোলে। মধ্যরাতে যুক্তরাষ্ট্রে লঞ্চের দিন মানুষ দোকানে হুমড়ি খেয়ে পড়ে কনসোল কেনার জন্য। এর জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল পুরোনো প্লে-স্টেশনের গেম খেলার সুবিধা ও ডিভিডি চালানোর অপশন।

শুরুর দিকে গেমের মান নিয়ে কিছু সমালোচনা থাকলেও ‘গ্র্যান্ড থেফট অটো’, ‘গ্রান টুরিসমো’, ‘ফাইনাল ফ্যান্টাসি’, ‘টেকেন’ এবং ‘মেটাল গিয়ার সলিড’-এর মতো হিট গেমগুলো একে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সনি জানিয়েছে, তারা বিশ্বব্যাপী এটি ১৬ কোটিরও বেশি ইউনিট বিক্রি করেছে।

নিন্টেন্ডো ডিএস: ২০০৪-০৫ সালে বাজারে আসা এই ছোট্ট ডিভাইসটি গেমিংয়ের জগতে এক নতুন যুগের সূচনা করে।

ভাঁজযোগ্য দুই স্ক্রিন, মাইক্রোফোন ও ইন্টারনেট সংযোগসহ এতে ছিল আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ‘সুপার মারিও’, ‘জেলদা’ ও ‘ পোকেমন’-এর মতো বিখ্যাত সিরিজের পাশাপাশি ‘অ্যানিমাল ক্রসিং’ ও ‘নিন্টেনডগস’-এর মতো সামাজিক ঘরানার গেম একে জনপ্রিয় করে তোলে সব বয়সী খেলোয়াড়দের মধ্যে। নিন্টেন্ডো জানিয়েছে, এটি ১৫ কোটি ৪০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

নিন্টেন্ডো সুইচ: ২০১৭ সালে আসা এই কনসোলটি ট্যাবলেটের মতো ঘরে বা পথে, যেখানেই হোক খেলতে পারবেন!

বিশেষ করে ‘জেলদা’ সিরিজের গেম আর ২০২০ সালে লকডাউনের সময় প্রকাশিত ‘অ্যানিমাল ক্রসিং: নিউ হরাইজন্স’ একে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১৫ কোটি ২০ লাখ ১০ হাজার ইউনিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

গেম বয়: ১৯৯০-এর দশকে শিশুদের হাতে হাতে থাকা একটি ছোট্ট গ্যাজেট গেম বয়।

১৯৯৮ সালে রঙিন সংস্করণ আসার পর এর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ‘টেট্রিস’ আর ‘সুপার মারিও ল্যান্ড’-এর মতো গেমগুলো এবং ‘ পোকেমন’-এর সূচনা এখান থেকেই পিকাচুর প্রথম আবির্ভাব ১৯৯৬ সালে গেম বয়ে। নিন্টেন্ডোর তথ্য অনুযায়ী, গেম বয় বিক্রি হয়েছে ১১ কোটি ৮০ লাখের বেশি।

প্লে-স্টেশন ৪: ২০১৩ সালে প্লে-স্টেশন ৪ বাজারে আসার পর সেটি এক্সবক্সের সঙ্গে শক্ত লড়াই করলেও বিক্রির দিক থেকে সহজেই এগিয়ে যায়।

‘গ্র্যান্ড থেফট অটো’, ‘দ্য লাস্ট অব আস’-এর মতো হিট গেম এবং ‘মার্ভেলের স্পাইডার-ম্যান’, ‘স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট’-এর মতো সিনেমা-অনুপ্রাণিত গেমগুলো এর সাফল্যে বড় ভূমিকা রাখে। ২০২০ সাল পর্যন্ত ১১ কোটি ৩০ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে
মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার 
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা
কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
১০