গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে ১০ জন নিহত, আহত শতাধিক

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৪:২৯ আপডেট: : ০১ জুন ২০২৫, ১৪:৫৩

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকায় রোববার ভোরে একটি মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারীরা।

ফিলিস্তিন অঞ্চল থেকে এএফপি জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে এটি ঘটে। 

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের পশ্চিমে অবস্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে যখন হাজারো মানুষ যাচ্ছিলেন, তখনই তখন ইসরায়েলি সামরিক যান থেকে গুলি চালানো হয়। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। 

তিনি আরও জানান, আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে।

১৮ মাসেরও বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধের ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সমালোচনা বাড়ছে। জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে, পুরো গাজা অঞ্চল দুর্ভিক্ষের চরম ঝুঁকিতে রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল সীমিতভাবে অবরোধ শিথিল করার পর ত্রাণ প্রবেশ শুরু হলেও জাতিসংঘের ট্রাক ও গুদাম লুটপাটের ঘটনার কথা সামনে এসেছে।

জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) ইসরায়েলকে দ্রুত আরও খাদ্য সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে বলছে যে, মানুষের হতাশা ও ক্ষুধা ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

এ প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের সহায়তায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের একটি মার্কিন সংস্থা গত ২৬ মে থেকে খাদ্য বিতরণ শুরু করে।

তবে জাতিসংঘসহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জিএইচএফ’র সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ সংস্থাটি মানবিক সহায়তার মূলনীতি লঙ্ঘন করছে এবং ইসরায়েলি সামরিক লক্ষ্য পূরণে ব্যবহৃত হচ্ছে।

জিএইচএফ দাবি করেছে, এটি একটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ। এর মাধ্যমে তারা শুক্রবার পর্যন্ত ২১ লাখের বেশি মানুষকে খাবার বিতরণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে
মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার 
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা
কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
১০