ভারতে মৌসুমী বৃষ্টির কারণে বন্যা-ভূমিধসে ৩০ জনের প্রাণহানি 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৪:৩৪

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গত দুই দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।

ভারতের গুওয়াহাটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, আসামে আটজন এবং অরুণাচল প্রদেশে নয়জন মারা গেছেন। 

তাদের অনেকেই ভূমিধসের কারণে মারা গেছেন বলে জানা গেছে।

রাজ্য সরকার জানিয়েছে,  পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ভূমিধসে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয়ে ছয়জন এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। 

গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের পর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। 

প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মণিপুর রাজ্য জুড়ে ‘ব্যাপক উদ্ধার অভিযানে’ শত শত মানুষকে উদ্ধার করেছে। শনিবার সেনাবাহিনী জানিয়েছে, ‘মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।’  ‘খাদ্য, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।’

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এক বিবৃতিতে বলেন, ‘বিশেষ করে ভূমিধসপ্রবণ এবং নিম্নাঞ্চলে’ কর্মকর্তাদের উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারত জুড়ে প্রতি বছর বর্ষাকালে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে অসংখ্য মানুষ মারা যায়।

আবহাওয়া পূর্বাভাসকারীদের মতে, গত মাসে, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে স্বাভাবিকের চেয়ে দুই সপ্তাহ আগে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে প্লাবিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে
মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার 
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা
কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
১০