লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৩:৪৪ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৪:০১

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, দেশটির দক্ষিণে ইসরাইলি হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার (তিন মাইল) দূরে নাবাতিয়েহ অঞ্চলের একটি গ্রাম আরনৌনে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায় এবং হামলায় একজন নিহত হয়।

এতে বলা হয়েছে, বিনতে জ্বাইল জেলার ‘দেবল রোডে একটি গাড়ি লক্ষ্য করে’ ইসরাইলি হামলায় আরো একজন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, নিকটবর্তী বেইট লিফে একটি গাড়িতে আরেকটি হামলায় একজন আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী আরনৌন এলাকায় ‘হিজবুল্লাহর ট্যাঙ্ক-বিরোধী বাহিনীতে একজন সন্ত্রাসীকে হত্যা করেছে’।

পরে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী দেবল গ্রামের কাছে আইতা আল-শাব এলাকায় ‘হিজবুল্লাহর আর্টিলারি অ্যারের’ একজন অপারেটিভকে হত্যা করেছে।

২৭ নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। 

গত বৃহস্পতিবার, দক্ষিণে ইসরাইলি হামলায় দুইজন নিহত হন এবং শনিবার এক অভিযানে আরো একজন নিহত হন।

যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে পিছু হটতে হবে এবং দক্ষিণে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।  

ইসরাইল লেবানন থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তারা এখনও পাঁচটি এলাকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে, যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে। 

লেবাননের সেনাবাহিনী দক্ষিণে মোতায়েন করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০