ইউক্রেনের ১৬২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:৫৫

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ইউক্রেনের ১৬২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তুরস্কে কিয়েভ এবং মস্কোর দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ইউক্রেনীয় ড্রোন  ভূপাতিত করার ঘটনা ঘটে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা  গত রাতে ইউক্রেনের ১৬২টি ড্রোন ধ্বংস করেছে।

এতে বলা হয়েছে, বেশিরভাগ ড্রোন ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৫৭টি কুর্স্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরোড অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর কয়েক সপ্তাহ পর থেকে ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধিদলের ইস্তাম্বুলে আলোচনার জন্য বসার কয়েক ঘন্টা আগে এই হামলার ঘটনা ঘটে। এটি উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক।

কিয়েভ বলেছে, তারা রাশিয়ার গভীরে বিমান ঘাঁটিতে পার্ক করা কয়েক ডজন কৌশলগত বোমারু বিমানকে আঘাত করেছে। ইউক্রেনের এই হামলার একদিন পর রাশিয়া দাবি করেছে তারা ১৬২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
১০