ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ১২শ’ অভিবাসী যুক্তরাজ্যে 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:২৫

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রায় ১২শ’ অভিবাসী। যা সরকারি তথ্য অনুযায়ী এই বছরের রেকর্ড। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা।

এই নিয়ে চলতি বছর অভিবাসী পারাপারের মোট সংখ্যা ১৪,৮০৮-এ পৌঁছেছে। ফ্রান্স এবং যুক্তরাজ্য সরকার পারাপার রোধকল্পে বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও এই সংখ্যা বেশ বড় বলে মনে করা হচ্ছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এই প্রচেষ্টাকে আতঙ্কজনক বলে বর্ণনা করেছেন।

যদিও এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে একদিনে ছোট নৌকায় ১৩শ’ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিল। 

এদিকে, ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত প্রায় ২শ’ অভিবাসীকে উদ্ধার করেছে।

অভিবাসীর এই সংখ্যা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ, তিনি অভিবাসী প্রবেশ ঠেকাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।

স্টারমার চলতি মাসে কঠোর নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করেছেন যার মধ্যে রয়েছে অভিবাসীদের দেশে বসতি স্থাপনের যোগ্যতা অর্জনের আগে তাদের দ্বিগুণ সময়সীমা দেয়া।

স্টারমারের এই পদক্ষেপগুলোকে ব্যাপকভাবে ভোটারদের সমর্থন ফিরে পেতে এবং ক্রমবর্ধমান জনপ্রিয় কট্টর-ডানপন্থী সংস্কার দলের হুমকি প্রতিহত করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল।

কিন্তু, প্রতিবেদনে শনিবারের অভিবাসী পারাপার স্টারমারের জন্য একটি বড় ধাক্কা বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০