ভারতে ভূমিধসে ৩ সেনার মৃত্যু

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৯:৫০

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে, উত্তরপূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে তিনজন সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। সেখানে আরো ছয়জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, রোববার সন্ধ্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিমে এই ভূমিধস হয়। সেখানে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি রয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক ভূমিধসে একটি সেনা শিবির চাপা পড়ে।

সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিশাল মাটির স্তূপ একটি ভবনকে অর্ধেক নিমজ্জিত করে ফেলে এবং পাহাড়ের ঢালে বিশাল কাদামাটির স্তূপ তৈরি করে।

চলতি মৌসুমে বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।

বর্ষা মৌসুমে ভারতের অনেক রাজ্যে আকস্মিক বন্যা দেখা যায়, যা সাধারণত জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বরের শেষের দিকে কমে যায়।

দক্ষিণ এশিয়া ক্রমশ উষ্ণ হচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে। তবে উষ্ণায়নের ফলে বর্ষা কীভাবে প্রভাবিত হচ্ছে, এ বিষয়ে বিজ্ঞানীরা স্পষ্ট হতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
১০