ভারতে ভূমিধসে ৩ সেনার মৃত্যু

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৯:৫০

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে, উত্তরপূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে তিনজন সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। সেখানে আরো ছয়জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, রোববার সন্ধ্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিমে এই ভূমিধস হয়। সেখানে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি রয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক ভূমিধসে একটি সেনা শিবির চাপা পড়ে।

সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিশাল মাটির স্তূপ একটি ভবনকে অর্ধেক নিমজ্জিত করে ফেলে এবং পাহাড়ের ঢালে বিশাল কাদামাটির স্তূপ তৈরি করে।

চলতি মৌসুমে বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।

বর্ষা মৌসুমে ভারতের অনেক রাজ্যে আকস্মিক বন্যা দেখা যায়, যা সাধারণত জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বরের শেষের দিকে কমে যায়।

দক্ষিণ এশিয়া ক্রমশ উষ্ণ হচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে। তবে উষ্ণায়নের ফলে বর্ষা কীভাবে প্রভাবিত হচ্ছে, এ বিষয়ে বিজ্ঞানীরা স্পষ্ট হতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০