শিশু পাচারের অভিযোগে পাঁচ অভিযুক্তকে আটকের নির্দেশ চিলির বিচারকের

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:০৯

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : চিলির আদালতের একজন বিচারক সোমবার শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত পাঁচজনকে আটকের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে দেশটির সামরিক একনায়কতন্ত্রের সময় হাজার হাজার শিশু চুরি করে বিদেশে বিক্রি করার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে বর্তমানে ইসরাইলে বসবাসকারী একজন সাবেক বিচারকও রয়েছেন। 

সান্টিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একটি বিচার বিভাগীয় তদন্ত অনুসারে জানা গেছে, প্রায় ২০ হাজার শিশুকে ডাক্তার, সমাজকর্মী এবং বিচারকরা বিদেশে পরিবারগুলোতে হস্তান্তর করেছিলেন। অনেক ক্ষেত্রে দরিদ্র মহিলাদের জন্মের পরপরই তাদের সন্তানদের ছেড়ে দিতে বাধ্য করেছিলেন।

বেশিরভাগ ঘটনা ঘটেছিল ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অগাস্টো পিনোশের একনায়কতন্ত্রের সময়।

সোমবার তদন্তের নেতৃত্বদানকারী বিচারক আলেজান্দ্রো আগুইলার পাঁচজন সন্দেহভাজনকে সাময়িক আটকের নির্দেশ দিয়েছেন। যার মধ্যে সাবেক বিচারক ইভন গুতেরেজও রয়েছেন। তিনি এখন ইসরাইলে বসবাস করছেন এবং তাকে হস্তান্তরের অনুরোধ করা হবে।  

রোববার দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি কার্যকর হয়েছে।

গত ১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাবা-মা কর্তৃক সান্তিয়াগোর দক্ষিণে সান ফার্নান্দো থেকে দুই নাবালককে অনিয়মতান্ত্রিক ভাবে দত্তক নেওয়ার ঘটনায় শিশু অপহরণ এবং ইচ্ছাকৃত অসদাচরণের অভিযোগে গুতেরেজ অভিযুক্ত।

কয়েক দশক ধরে চলা তদন্ত থেকে জানা গেছে, সেই সময়ে সান ফার্নান্দোতে এক বিচারক, আইনজীবী, এক পুরোহিত, সামাজিক সংগঠনের সদস্য এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি অপরাধমূলক সংগঠন পরিচালিত হত।

সোমবার আগুইলারের রায়ে বলা হয়েছে, এর লক্ষ্য ছিল ‘লাভের জন্য শিশুদের সরিয়ে দেওয়া বা চুরি করা’ এবং ‘তাদের দেশ থেকে বের করে দেওয়া’।

শিশুদের ‘ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়’ পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০