পানামার ধর্মঘটী সকল কলা শ্রমিককে ছাঁটাইয়ের পরিকল্পনা চিকুইটার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:২৪ আপডেট: : ০৩ জুন ২০২৫, ১৯:০৯

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : সরকার সোমবার জানিয়েছে, মার্কিন কলা জায়ান্ট চিকুইটা ব্র্যান্ডের একটি সহযোগী প্রতিষ্ঠান পানামায় তাদের সকল কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। এক মাস ধরে চলা ধর্মঘটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চিকুইটা ইতিমধ্যেই মে মাসে ঘোষণা করেছে, তারা মধ্য আমেরিকার দেশটিতে তাদের প্রায় ৭ হাজার কর্মীর মধ্যে কয়েক হাজার দৈনিক শ্রমিককে ছাঁটাই করছে।

শ্রমমন্ত্রী জ্যাকলিন মুনোজ সাংবাদিকদের বলেন, কোম্পানির প্রতিনিধিরা সরকারকে জানিয়েছেন, এ সপ্তাহে তারা অবশিষ্ট কর্মীদের ছাঁটাই করার  পরিকল্পনা রয়েছে।

ক্যারিবিয়ান প্রদেশের বোকাস ডেল টোরোতে অবস্থিত এই কারখানার শ্রমিকরা পর্যটন এবং কলা উৎপাদনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, পেনশন সংস্কারের প্রতিবাদে ২৮ এপ্রিল ধর্মঘট শুরু করে।

শ্রমিকদের এই ধর্মঘটের ফলে বোকাস ডেল টোরোতে ৭৫ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।

ইউনিয়নগুলোর সাথে আলোচনার পর, প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর প্রশাসন শ্রমিকরা রাস্তার অবরোধগুলো সরিয়ে নিলেই কেবল কলা বাগানের শ্রমিকদের শ্রম সুবিধা পুনরুদ্ধারের জন্য অর্থ প্রদানের একটি খসড়া তৈরি করতে সম্মত হয়েছে।

নতুন নিয়ম অনুমোদিত না হওয়া পর্যন্ত ইউনিয়নগুলো তা করতে অস্বীকৃতি জানায়।

পেনশন সংস্কার এবং অন্যান্য বিষয়ের বিরুদ্ধে মুলিনো এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন।

সোমবার, প্যান-আমেরিকান হাইওয়ের বেশ কয়েকটি এলাকায় কাঠ ও পাথর ছুঁড়ে যান চলাচল বন্ধ করে দেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০