শিগগিরই যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে: মার্কিন বাণিজ্য মন্ত্রী

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:৪৫
মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক। ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক সোমবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তা এড়াতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শিগগিরই একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে বলে তিনি আশা করছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামে বক্তৃতা দিতে গিয়ে লাটনিক বলেন, আপনারা শিগগিরই যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি চুক্তি প্রত্যাশা করতে পারেন। এবিষয়ে তিনি খুব আশাবাদী বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ‘অন্যায্যতা’ সংশোধনের লক্ষ্যে ট্রাম্প ৯ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন। যেসব দেশ এ সময়ের মধ্যে ট্রাম্পের শুল্ক আরোপ এড়াতে চায়, তাদেরকে চুক্তিতে আসতে হবে।

ট্রাম্পের শুল্কনীতির প্রবল সমর্থক লাটনিক ভারত সম্পর্কে বলেন, আমি ভারতের বড় ভক্ত। সেই সাথে  তিনি ভারতের শুল্ক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের কথাও জানান।

ভারতের সঙ্গে শুল্ক আলোচনা প্রসঙ্গে লাটনিক বলেন, শুল্ককে এমন এক স্তরে নামিয়ে আনা, যা যুক্তিসঙ্গত ও উপযুক্ত। যাতে আমরা একে অপরের সঙ্গে দুর্দান্ত বাণিজ্যিক অংশীদার হতে পারি। এটা অবশ্যই আলোচনার টেবিলে রয়েছে।

তিনি আরও বলেন, ভারত সরকার এমন কিছু কাজ করেছে, যা যুক্তরাষ্ট্রকে বিরক্ত করেছে। উদাহরণস্বরূপ, তারা সাধারণত রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে।

তবে লাটনিক জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়গুলো উত্থাপন করায় ভারত সরকার বিষয়টি 
 ‘সরাসরি ও নির্দিষ্টভাবে’ মোকাবেলা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০