ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের 

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:৪৯
ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 

এদিকে হুথি বিদ্রোহীরাও ইসরাইলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই সময় জেরুজালেমের আকাশে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইয়েমেনের হুথিরা বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

এক ভিডিও বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ‘ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে’।

হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া দুই মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরাইল এই অঞ্চলে তাদের সামরিক হামলা পুনরায় শুরু করার পর আবার শুরু করে।

বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা হলেও, মে মাসের শুরুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিওন বিমানবন্দরের সীমানার ভেতরে আঘাত হানে। 

হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। যার মধ্যে রাজধানী সানার বন্দর এবং বিমানবন্দরে হামলাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
১০