চীনা মেডিকেল যন্ত্রপাতির বিক্রি নিষিদ্ধ করলো ইউরোপীয় ইউনিয়ন

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৪:০৯

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো সোমবার চীনা কোম্পানির মেডিকেল যন্ত্রপাতি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে। এই সিদ্ধান্ত চীনের পক্ষ থেকে ইউরোপীয় মেডিকেল পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। 

ব্রাসেলস, বেলজিয়াম থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো এর ‘আন্তর্জাতিক ক্রয় চুক্তি’ আইন প্রয়োগ করে এই নিষেধাজ্ঞা আরোপ করে। 

২০২২ সালে করা এ আইনটি সরকারি ক্রয়ের ক্ষেত্রে পারস্পরিক ব্যবস্থা গ্রহণের অনুমতি দেয়। এই আইন অনুযায়ী, কোনো দেশ ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সরকারি ক্রয়বাজার সীমাবদ্ধ করলে, ইইউ পাল্টা ব্যবস্থা নিতে পারে।

যখন যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে,তখন ইইউ’র এই পদক্ষেপ ব্রাসেলস ও বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা আরও তীব্র করতে পারে।  

একজন ইইউ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা  ‘অনুপাত সম্মত’ ছিল। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

২০২৫ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের একটি তদন্তে দেখা যায় যে, চীন ইইউ মেডিকেল ডিভাইস কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। বিশেষ করে সরকারি মালিকানাধীন হাসপাতালগুলোর ক্রয় প্রক্রিয়ায়।

চায়না চেম্বার অব কমার্স, ইইউ’র এই সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতিতে গভীর হতাশা প্রকাশ করেছে।

বিবৃতিতে তারা বলেছে,  ইউরোপীয় ক্রয়বাজারে ‘বিশেষ করে স্বাস্থ্য খাতে’ চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত করার ইইউ'র পদক্ষেপ নিয়ে আমাদের গম্ভীর উদ্বেগ রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
১০