সংঘাতে জর্জরিত ক্যামেরুন বিশ্বের ‘সবচেয়ে অবহেলিত’ দেশ : প্রতিবেদন

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৪:২৭

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) মঙ্গলবার এক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতে জর্জরিত ক্যামেরুন বিশ্বের ‘সবচেয়ে অবহেলিত’ মানবিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতি বছর, স্ক্যান্ডিনেভিয়ান এনজিওটি বিশ্বের  সবচেয়ে অবহেলিত ১০টি সংকটাপন্ন দেশের একটি তালিকা প্রকাশ করে। এনজিওটি মানবিক তহবিল, মিডিয়া মনোযোগ এবং আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততা- এই তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে থাকে। 

এনআরসি এক বিবৃতিতে বলেছে, এক দশকেরও বেশি সময় ধরে ক্যামেরুনে তিনটি স্বতন্ত্র এবং দীর্ঘস্থায়ী সংকট চলছে। লেক চাদ অববাহিকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে দীর্ঘস্থায়ী সংঘাত, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সহিংসতা। যেখানে দেশের বেশিরভাগ অ্যাংলোফোন সংখ্যালঘু বাস করে এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে অব্যাহত অস্থিরতা রয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের হিসাব অনুযায়ী, এই অঞ্চলে ‘প্রায় ৩৪ লাখ মানুষের জরুরি সহায়তা এবং সুরক্ষার প্রয়োজন ছিল’। 

এনআরসি জানিয়েছে, ‘১১ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যখন দেশে নিরাপত্তার জন্য প্রায় ৫ লাখ শরণার্থী এবং আশ্রয়প্রার্থী অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছে’। 

এনআরসি বলেছে, ক্যামেরুনের সংকট বিশ্বব্যাপী অবহেলার একটি কেস স্টাডি কম প্রতিবেদনে করা হয়েছে এবং অর্থের অভাব রয়েছে। নতুন করে মনোযোগ, সহায়তা বা রাজনৈতিক সম্পৃক্ততার কোনও লক্ষণ না থাকায়, ২০২৫ সালে আরো খারাপের আশঙ্কা রয়েছে ।

বিশ্বের ১০টি সবচেয়ে অবহেলিত দেশের মধ্যে আটটি আফ্রিকায় অবস্থিত।

ক্যামেরুন ছাড়াও, তালিকায় রয়েছে ইথিওপিয়া, মোজাম্বিক, বুরকিনা ফাসো মালি, উগান্ডা, ইরান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, হন্ডুরাস এবং সোমালিয়া। 

এনআরসি বলেছে, ‘২০২৪ সালে প্রয়োজনীয় মানবিক তহবিলের অর্ধেকেরও কম সরবরাহ করা হয়েছিল। এই ঘাটতি বিশ্ব প্রতিরক্ষা খাতে যা ব্যয় করেছে তার প্রায় এক শতাংশ।

এনআরসি-র মহাসচিব জ্যান এগল্যান্ড বলেন, পূর্বে উদার দাতা দেশগুলোতে ক্রমবর্ধমান অন্তর্মুখী এবং জাতীয়তাবাদী নীতি কর্তৃক আন্তর্জাতিক সংহতিকে ছাপিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যত্র আমরা দেখেছি দাতারা তাদের প্রয়োজনের সময় মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’।

গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বৈদেশিক সাহায্য স্থগিত করেন এবং উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ভেঙে দেন। যা বার্ষিক ৪২.৮ বিলিয়ন ডলার বাজেট পরিচালনা করতো এবং বিশ্বব্যাপী মানবিক সাহায্যের ৪২ শতাংশ প্রতিনিধিত্ব করতো।

বাজেট ঘাটতি এবং রাশিয়ার কাছ থেকে হুমকি মোকাবেলায় সামরিক ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইউরোপীয় বেশ কয়েকটি দেশ তাদের আন্তর্জাতিক সাহায্য হ্রাসের ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০