মেক্সিকোর দক্ষিণাঞ্চলে হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৪:২৭

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : গুয়াতেমালা সীমান্তবর্তী মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে সোমবার এক সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মেক্সিকোর টুক্সটলা গুতিয়েরেজ থেকে এএফপি এ খবর জানায়।

ফ্রন্টেরা কোমালাপা শহরে এই হামলা হয়। চিয়াপাস রাজ্য পুলিশ কর্মকর্তারা  টহল শহরটিতে দিচ্ছিলেন। এ সময় একটি সশস্ত্র গোষ্ঠী তাদের ওপর  অতর্কিত হামলা চালায়।

চিয়াপাসের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ এক্স-এ বলেন, ‘রাজ্য পুলিশের সদস্যদের ওপর হামলা ও হামলা চালানো হয়েছে।’ 

স্থানীয় দি সিকিউরিটি সেক্রেটারিয়েট বা সিভিলিয়ান  প্রোটেকশন (এসএস পিসি) জানিয়েছে, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে’  সহস্রাধিক কর্মকর্তা মোতায়েন করা হয়।

সংস্থাটি একটি সড়কে আগুনে পুড়ে যাওয়া কর্মকর্তাদের টহল গাড়ির একটি ছবিও শেয়ার করেছে।

সম্প্রতি, চিয়াপাস রাজ্যে দেশের দুটি সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন সিনালোয়া ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।

বেশিরভাগ মাদক পাচারের সাথে সম্পর্কিত অপরাধমূলক সহিংসতা ও অন্যান্য সহিংসতায় ২০০৬ সাল থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং  ১লাখ ২০ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০