মার্কিন শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, ট্রাম্পের শুল্ক হুমকি উপেক্ষা বিনিয়োগকারীদের

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৫:০৩

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস):  মার্কিন শেয়ারবাজার সপ্তাহের হতাশাজনক সূচনা পেছনে ফেলে সোমবার ঊর্ধ্বমুখী হয়ে দিন শেষ করেছে, যেখানে বিনিয়োগকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক হুমকি 

থেকে সৃষ্ট নতুন বাণিজ্য অনিশ্চয়তাকে উপেক্ষা করেছেন।

শুক্রবার  ট্রাম্প স্টিলের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দিলে আর্থিক বাজারে নতুন আতঙ্ক সৃষ্টি করেন। তবে, সোমবার বাজারের মনোভাব উজ্জ্বল হয় এবং ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই ঊর্ধ্বমুখী হয়ে দিন শেষ করে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়।

সোমবার ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ বেড়ে ০.১ শতাংশে দাঁড়ায় ৪২,৩০৫.৪৮ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,৯৩৫.৯৪ পয়েন্টে।

নাসডাক কম্পোজিট সূচক ০.৭ শতাংশ বেড়ে পৌঁছে ১৯,২৪২.৬১ পয়েন্টে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য মুনাফা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন।

এডওয়ার্ড জোন্সের বাজার বিশ্লেষক অ্যাঞ্জেলো কুরকাফাস এএফপিকে বলেন, আমি মনে করি আমরা এনভিদিয়া আয়ের কারণে বাজারের ইতিবাচক প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেন, "আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে দূরে সরে যাচ্ছি। হোয়াইট হাউসের ক্রমাগত শুল্ক হুমকির প্রতি আর্থিক বাজারগুলি "একটু অসংবেদনশীল" হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আয়ের জন্য একটি শক্তিশালী চালিকাশক্তি  হয়ে উঠছে। তবে বাজারের সামগ্রিক ঊর্ধ্বগতি সত্ত্বেও স্টিল শুল্কের হুমকির কারণে অটোমোবাইল খাতের শেয়ার দর পড়ে যায়। ফোর্ড ও জেনারেল মোটরস উভয় কোম্পানির শেয়ার সোমবার ৩.৯ শতাংশ হারে কমে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০