গাজার ত্রাণকেন্দ্রের পাশে ‘মারাত্মক হামলা’ ‘যুদ্ধাপরাধ’ : ফলকার তুর্ক

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৭:২১

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকার ত্রাণ বিতরণকেন্দ্রগুলোর আশপাশে বেসামরিক লোকদের ওপর চালানো ‘মারাত্মক হামলা’কে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক।

জেনেভা  থেকে এএফপি জানায়মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ,  ঘটনায় নিহতের সংখ্যা আগের হিসাব থেকে আরও বেড়েছে।

এর আগে রোববার একই স্থানে একই ধরনের আরেকটি হামলায় ৩১ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই সেখানে ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন।

এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘গাজার ক্ষুধার্ত ও আতঙ্কগ্রস্ত মানুষ যখন অল্প পরিমাণে আসা খাদ্য সহায়তা নিতে যাচ্ছে, তখন তাদের ওপর চালানো প্রাণঘাতী হামলা মর্মান্তিক ও অমানবিক।’

তিনি জানান, ‘টানা তিনদিন ধরে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি বিতরণ কেন্দ্রের আশপাশে মানুষ নিহত হচ্ছেন। আজ সকালে আমরা জানতে পেরেছি, সেখানে আরও বহু মানুষ হতাহত হয়েছেন।’

যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) সম্প্রতি গঠিত একটি সংগঠন, যা গাজায় নতুন ধরনের সাহায্য বিতরণ ব্যবস্থার অংশ হিসেবে ইসরাইলের সহযোগিতায় কাজ করছে।

তবে জাতিসংঘ এ সংগঠনের সঙ্গে কাজ করে না, কারণ জিএইচএফ নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা ও স্বাতন্ত্র্যের মতো মূল মানবিক নীতিমালা অনুসরণ করে না বলে জাতিসংঘ মনে করে।

তুর্ক এসব হামলার প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং বলেন, ‘এ ধরনের হামলার জন্য যারা দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বেসামরিকদের লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।’

‘ফিলিস্তিনিদের সামনে এখন সবচেয়ে ভয়াবহ দুটি পথ ছাড়া কোনো বিকল্প নেই—ক্ষুধায় মারা যাওয়া কিংবা সামান্য খাবার সংগ্রহ করতে গিয়ে বোমায় নিহত হওয়া।’

তুর্ক আরও বলেন, ‘ইসরাইলের সামরিকীকৃত মানবিক সহায়তা ব্যবস্থার মধ্য দিয়ে যে সামান্য খাদ্য দেওয়া হচ্ছে, তা জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছে এবং আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ড লঙ্ঘন করছে, যা নিয়ে জাতিসংঘ বহুবার সতর্ক করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০