‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের স্বাস্থ্যগত কারণে আগাম মুক্তির আবেদন

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৩০

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : গণহত্যা ও যুদ্ধাপরাধে দণ্ডিত বসনীয় সার্বদের সাবেক সামরিক প্রধান রাতকো ম্লাদিচ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগাম মুক্তির আবেদন করেছেন।

বেলগ্রেড থেকে এএফপি জানায়, ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত কুখ্যাত এই জেনারেল ১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়ার যুদ্ধকালে সংঘটিত নানা হত্যাকাণ্ড ও বর্বরতার দায়ে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।

ম্লাদিচ দাবি করেছেন, তার আর মাত্র কয়েক মাস বেঁচে থাকার সম্ভাবনা আছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সারায়েভো অবরোধ এবং ১৯৯৫ সালের জুলাইয়ে স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনীর হাতে প্রায় ৮,০০০ মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এএফপির হাতে আসা তার আইনজীবীর আবেদনে বলা হয়েছে, ম্লাদিচ এমন একটি অসুস্থতায় ভুগছেন যা আর নিরাময়যোগ্য নয় এবং 'তার বাকি জীবনের মেয়াদ কয়েক মাসের মধ্যে সীমাবদ্ধ'।

২০১৭ সালেও তার শারীরিক অবস্থার অবনতির কথা বলে তার ঘনিষ্ঠরা সাময়িক মুক্তির দাবি জানিয়েছিলেন।

আইনজীবী লিখেছেন, 'জাতিসংঘ আটক ইউনিটের মেডিকেল সার্ভিস কাগজে চূড়ান্ত প্রেডিকশন দিতে অনিচ্ছুক হলেও এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ম্লাদিচ মৃত্যুর একেবারে দ্বারপ্রান্তে।'

২০১১ সালে সার্বিয়ায় ১৬ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হন ম্লাদিচ। বর্তমানে তিনি দ্য হেগে কারাবন্দি।

তার ছেলে দারকো ম্লাদিচ প্রায়ই সার্বিয়ার সংবাদমাধ্যমে বাবার অসুস্থতার খবর জানান।

যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পরও অনেক সার্বের কাছে রাতকো ম্লাদিচ এখনও এক যুদ্ধ-বীর হিসেবে বিবেচিত। বেলগ্রেড শহরের বিভিন্ন দেয়ালে এখনো তার নাম ও প্রতিকৃতি দেখা যায়।

২০২৩ সালের মার্চে সার্বিয়ার এনজিও ‘ইয়ুথ ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস (ওয়াইআইএইচআর)’ জানায়, শুধু বেলগ্রেডেই ২৫০টির বেশি ম্লাদিচের ছবি বা গ্রাফিতি ধরনের উল্লেখ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
১০