একশ' বছর পর যুক্তরাজ্যে দেখা মিলল বিরল অর্কিডের

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:০৭

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : এক শতাব্দীরও বেশি সময় পরে যুক্তরাজ্যে প্রথমবারের মতো একটি বিরল বুনো অর্কিডের দেখা মিলেছে। এই অর্কিড, ‘লেডিজ-স্লিপার’ নামে পরিচিত, এক সময় বিলুপ্ত বলে বিবেচিত হয়েছিল। তবে দশকব্যাপী সংরক্ষণ প্রচেষ্টার ফলে আবারও এটি বুনো পরিবেশে দেখা গেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিশেষজ্ঞরা।

লন্ডন থেকে এএফপি জানায়, উনিশ শতকে অর্কিড নিয়ে তীব্র আগ্রহের সময় এই হলুদ কাপ-আকৃতির ও বেগুনি পাপড়িযুক্ত গাছটি অতিরিক্তভাবে সংগ্রহের কারণে ১৯০০ সালের শুরুতেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে মনে করা হয়।

তবে ১৯৩০ সালে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার ডেলসের একটি দুর্গম স্থানে একটি মাত্র গাছ আবিষ্কৃত হয়। এরপর থেকে গাছটির অবস্থান গোপন রাখা হয় এবং স্বেচ্ছাসেবকরা এটি চুরি হওয়া ঠেকাতে সার্বক্ষণিক পাহারা দিতে থাকেন।

গত গ্রীষ্মে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ ট্রাস্ট—বিভিন্ন সংরক্ষণ সংগঠনের সহায়তায়—প্রথমবারের মতো একটি নতুন লেডিজ-স্লিপার অর্কিডের দেখা পায়। এটি প্রমাণ করে যে, রোপণ করা গাছগুলো থেকে উৎপন্ন বীজ অঙ্কুরিত হয়ে নতুন গাছে রূপ নিয়েছে।

এটি বহু দশক ধরে ফুলটিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সাফল্য এবং অর্কিডটি আবারও উত্তর ইংল্যান্ডজুড়ে পূর্বের বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়ার আশা জোরদার করেছে।

প্রকল্পটির ব্যবস্থাপক ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ ট্রাস্টের জনো লিডলি বলেন, 'এটি একদম রোমাঞ্চকর একটি মুহূর্ত। নিজের আদি এলাকায় একটি সুস্থ ‘লেডিজ-স্লিপার’ অর্কিড আবার দেখা সত্যিই ভবিষ্যতের জন্য আশা জাগায়।'

এই অর্কিডগুলো লন্ডনের রয়্যাল বোটানিকাল গার্ডেনস, কিউ-তে সংরক্ষণের জন্য প্রজনন করা হয়। ১৯৯০-এর দশকে সাহায্যের আহ্বান জানানো হলে কিছু ব্যক্তিমালিকানাধীন বুনো উৎসের অর্কিড সংরক্ষণমূলক প্রজনন প্রকল্পে প্রদান করা হয়।

কিউ-এর জ্যেষ্ঠ গবেষণা নেতা মাইক ফে বলেন, 'ইংল্যান্ডে লেডিজ-স্লিপার অর্কিড রক্ষার প্রচেষ্টা আরবিজি কিউ'র অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষণ প্রকল্পগুলোর একটি।'

তিনি আরও জানান, 'এটি একটি দীর্ঘজীবী প্রজাতি, যার চারা থেকে পরিপক্ক ফুল হতে এবং বীজ উৎপন্ন করতে বহু বছর সময় লাগে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় প্রয়াত সাঈদী’র ওপর নির্মিত ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শনী
সুন্দরবন থেকে বিষের বোতল জব্দ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ
সবার প্রিয় পাহাড়ের খাবার মুন্ডি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
১০