পাকিস্তান নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতি নির্বাচিত 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৪৮

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস) : পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সন্ত্রাস দমন কমিটির ভাইস-চেয়ার বা সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। পাশাপাশি, ২০২৫ সালে ইউএনএসসি-এর ১৯৮৮ সালের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বও করবে দেশটি।

‘ওয়াশিংটন টাইমস’-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাম হামলা নিয়ে ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর পরিদর্শন করার সময়েই নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতি হলো পাকিস্তান।

সফরের সময় প্রতিনিধিদলটি আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে কথা বলার আহ্বান জানায়।

প্রতিনিধিদলটি জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সদস্য, ওআইসি গ্রুপের রাষ্ট্রদূত, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং পাকিস্তানি প্রবাসীদের সাথেও সাক্ষাৎ করে।

ভারতের ‘অবৈধ কর্মকাণ্ডের’ কথাও তুলে ধরে পাকিস্তান, যার মধ্যে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন অন্তর্ভুক্ত। একইসঙ্গে অধিকৃত জম্মু ও কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় কর্তৃপক্ষের হামলার নিন্দা জানানো হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলোর সভাপতিত্বের হালনাগাদ তালিকা অনুসারে, ডেনমার্ক ২০২৫ সালে ‘১২৬৭ আইএসআইএল (দাইশ) এবং আল-কায়েদা’ নিষেধাজ্ঞা কমিটির দায়িত্ব নেবে, রাশিয়া এবং সিয়েরা লিওনকে সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হবে। আলজেরিয়া ১৩৭৩ সন্ত্রাস দমন কমিটির নেতৃত্ব দেবে; ফ্রান্স, পাকিস্তান এবং রাশিয়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে কাজ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড
খুলনার ছাত্রলীগ নেতা বায়েজিদ গ্রেফতার 
হারিকেন এরিনের বন্যার হুমকিতে প্রস্তুত নর্থ ক্যারোলিনা
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
জিডিপির ৩ শতাংশের বেশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে তাইওয়ান
পুনরায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
২০১৮ সালের পুরোনো ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: সারাদেশে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের 
১০