পাকিস্তান নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতি নির্বাচিত 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৪৮

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস) : পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সন্ত্রাস দমন কমিটির ভাইস-চেয়ার বা সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। পাশাপাশি, ২০২৫ সালে ইউএনএসসি-এর ১৯৮৮ সালের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বও করবে দেশটি।

‘ওয়াশিংটন টাইমস’-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাম হামলা নিয়ে ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর পরিদর্শন করার সময়েই নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতি হলো পাকিস্তান।

সফরের সময় প্রতিনিধিদলটি আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে কথা বলার আহ্বান জানায়।

প্রতিনিধিদলটি জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সদস্য, ওআইসি গ্রুপের রাষ্ট্রদূত, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং পাকিস্তানি প্রবাসীদের সাথেও সাক্ষাৎ করে।

ভারতের ‘অবৈধ কর্মকাণ্ডের’ কথাও তুলে ধরে পাকিস্তান, যার মধ্যে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন অন্তর্ভুক্ত। একইসঙ্গে অধিকৃত জম্মু ও কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় কর্তৃপক্ষের হামলার নিন্দা জানানো হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলোর সভাপতিত্বের হালনাগাদ তালিকা অনুসারে, ডেনমার্ক ২০২৫ সালে ‘১২৬৭ আইএসআইএল (দাইশ) এবং আল-কায়েদা’ নিষেধাজ্ঞা কমিটির দায়িত্ব নেবে, রাশিয়া এবং সিয়েরা লিওনকে সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হবে। আলজেরিয়া ১৩৭৩ সন্ত্রাস দমন কমিটির নেতৃত্ব দেবে; ফ্রান্স, পাকিস্তান এবং রাশিয়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে কাজ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০