দক্ষিণ কোরিয়ার অর্থনীতি প্রথম প্রান্তিকে স্থবির : কেন্দ্রীয় ব্যাংক

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৪:৫৮

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস) : চলতি বছর প্রথম প্রান্তিকে বার্ষিক হিসেবের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত সিউলের কেন্দ্রীয় ব্যাংকের সংশোধিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

সিউল থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া, রপ্তানি এবং সেমিকন্ডাক্টর খাতে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বাণিজ্যিক উত্তেজনা এবং রাজনৈতিক অস্থিরতায় সম্প্রতি বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত বছর ডিসেম্বরে অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্বল্পমেয়াদি সামরিক শাসন জারির ঘটনায় এই অস্থিরতা শুরু হয়।

ব্যাংক অব কোরিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘জিডিপি (মোট দেশজ উৎপাদন) গত বছরের একই সময়ের তুলনায় শূন্য শতাংশ হারে কমেছে।’

২০২৪ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ হারে সংকুচিত হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের এপ্রিলে প্রকাশিত প্রাথমিক হিসাবে, বছর ভিত্তিক প্রবৃদ্ধিকে শূন্য দশমিক ১ শতাংশ হারে কমছে বলে দেখানো হয়। তবে সংশোধিত হিসাবে তা সম্পূর্ণ স্থবির বলে উল্লেখ করা হয়েছে।

এই পরিসংখ্যান বলছে, টানা চারটি প্রান্তিকে শূন্য দশমিক ১ শতাংশের নিচে প্রবৃদ্ধি রেকর্ড করেছে দেশটি, যা অতীতে কখনো ঘটেনি।

অর্থনীতির এই ধীরগতির প্রেক্ষিতে গত মে মাসে ব্যাংক অব কোরিয়া সুদের হার কমিয়ে ২ দশমিক ৭৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ করা হয়। ২০২২ সালের অক্টোবরের পর সুদের এই হার সর্বনিম্ন।

কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ হতে পারে, ফেব্রুয়ারিতে দেওয়া ১ দশমিক ৫ শতাংশ পূর্বাভাসের চেয়ে অনেক কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
১০