গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০ 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৬:১১
ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস): ইসরাইলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল, গাজা সিটি এবং মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

এরআগে তেল আবিব জানায়, হামাসকে পুরোপুরি পরাজিত করার লক্ষ্যে হামলা জোরদার করেছে নেতানিয়াহু সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয়।

সেদিনের হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সরকারি তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করেছে এএফপি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ মার্চ থেকে ইসরাইল নতুন করে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে আরো ৪ হাজার ৩৩৫ জন নিহত হয়েছেন। ফলে চলমান যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬০৭ জনে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড
খুলনার ছাত্রলীগ নেতা বায়েজিদ গ্রেফতার 
হারিকেন এরিনের বন্যার হুমকিতে প্রস্তুত নর্থ ক্যারোলিনা
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
জিডিপির ৩ শতাংশের বেশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে তাইওয়ান
পুনরায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
২০১৮ সালের পুরোনো ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: সারাদেশে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের 
১০