ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি পূরণ হয়েছে : নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:৩৬

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা ‘পূরণ হয়েছে’। তিনি আরো জানান, তেহরানে এই হামলা ইসরাইল ও মার্কিন সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘অভিযানের শুরু থেকেই আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোন ভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। সেই প্রতিশ্রুতি আজ পূরণ হয়েছে।’

তিনি জানান, কিছুক্ষণ আগে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘সাহসী হামলার’ জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবেও বর্ণনা করেন নেতানিয়াহু। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ‘অতুলনীয়’ শক্তির অধিকারী। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির দিগন্ত খুলে দেবে।

নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায়ই বলি শান্তি আসে শক্তির মাধ্যমে। আগে শক্তি, তারপর আসে শান্তি।

গত ১৩ জুন থেকে ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরাইল দাবি করছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে, ইরান সে দাবি অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার পরিদর্শনে ঢাবির টিম
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
১০