ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি পূরণ হয়েছে : নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:৩৬

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা ‘পূরণ হয়েছে’। তিনি আরো জানান, তেহরানে এই হামলা ইসরাইল ও মার্কিন সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘অভিযানের শুরু থেকেই আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোন ভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। সেই প্রতিশ্রুতি আজ পূরণ হয়েছে।’

তিনি জানান, কিছুক্ষণ আগে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘সাহসী হামলার’ জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবেও বর্ণনা করেন নেতানিয়াহু। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ‘অতুলনীয়’ শক্তির অধিকারী। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির দিগন্ত খুলে দেবে।

নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায়ই বলি শান্তি আসে শক্তির মাধ্যমে। আগে শক্তি, তারপর আসে শান্তি।

গত ১৩ জুন থেকে ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরাইল দাবি করছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে, ইরান সে দাবি অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 
১০