ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে ফ্লাইট শুরু করল যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৪:১৮

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইল-ইরানের মধ্যে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরাইল থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। শনিবার মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই তথ্য জানিয়েছেন।

মাইক হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এর এক পোস্টে লিখেছেন, ইসরাইল বা পশ্চিম তীরে বসবাসকারী আমেরিকান নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের সহায়তা দিচ্ছে মার্কিন সরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সরকারি উদ্যোগে দু’টি বিমানে করে প্রায় ৭০ জনকে তেল আবিব থেকে গ্রিসের এথেন্সে নিয়ে যাওয়া হয়েছে। ওই কর্মকর্তা মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকারি সাহায্যের জন্য অপেক্ষা না করে সম্ভব হলে যেন তারা নিজেরাই ইসরাইল ছেড়ে যান।

এছাড়াও চীন, ভারত ও ইউরোপের আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরপর থেকেই ইসরাইল ও ইরান একে অপরের ওপর বিধ্বংসী হামলা চালাচ্ছে।

শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ৪শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে, সরকারি হিসাব অনুযায়ী, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো প্রধানরা
১০