ইরানে মার্কিন হামলার পর ইরান-ইসরাইলে পাল্টাপাল্টি হামলা চলছে 

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৫:৩৩

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর, দেশটির ওপর রোববার নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। অন্যদিকে, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ২৩ জন আহত হয়েছে বলে দাবী করেছে তেল আবিব।

তেহরান ও জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘পশ্চিম ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা’ শুরু করেছে তাদের বিমান বাহিনী। 

ইসরাইলের দিকে ছোড়ার জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ও ইরানি সশস্ত্র বাহিনীর সেনাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় রোববার ইসরাইলে দুই ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে তেল আবিবসহ ইসরাইলের অন্তত তিনটি এলাকায় বিস্ফোরণ ঘটে।

এছাড়াও মধ্যাঞ্চলের একটি ভবনে সরাসরি আঘাত হানে। ইসরাইলের বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ও সংবাদমাধ্যম এ সংবাদ জানায়।

এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা।
সে সময় তেল আবিবজুড়ে সাইরেন বেজে ওঠে। কিন্তু প্রতিহত করার আগেই জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এর আগে, রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড ইসরাইলে আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির উদ্ধৃতি দিয়ে এ খবর প্রচার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সিগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান
টিআর কাবিখার ২১৬২ কোটি টাকা ফেরত দেয়া হয়েছে: ত্রাণ উপদেষ্টা
মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা
ছিনতাইয়ের মামলা দ্রুত রিপোর্ট দাখিলে পুলিশকে আদালতের নির্দেশ
ইসরাইল আবার আক্রমণ করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে: ইরান
চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নিয়ে মাখোঁর সিদ্ধান্তে ইসরাইল-ফ্রান্সের মধ্যে উত্তেজনা 
আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল
১০