ইরানে মার্কিন হামলার পর ইরান-ইসরাইলে পাল্টাপাল্টি হামলা চলছে 

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৫:৩৩

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর, দেশটির ওপর রোববার নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। অন্যদিকে, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ২৩ জন আহত হয়েছে বলে দাবী করেছে তেল আবিব।

তেহরান ও জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘পশ্চিম ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা’ শুরু করেছে তাদের বিমান বাহিনী। 

ইসরাইলের দিকে ছোড়ার জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ও ইরানি সশস্ত্র বাহিনীর সেনাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় রোববার ইসরাইলে দুই ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে তেল আবিবসহ ইসরাইলের অন্তত তিনটি এলাকায় বিস্ফোরণ ঘটে।

এছাড়াও মধ্যাঞ্চলের একটি ভবনে সরাসরি আঘাত হানে। ইসরাইলের বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ও সংবাদমাধ্যম এ সংবাদ জানায়।

এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা।
সে সময় তেল আবিবজুড়ে সাইরেন বেজে ওঠে। কিন্তু প্রতিহত করার আগেই জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এর আগে, রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড ইসরাইলে আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির উদ্ধৃতি দিয়ে এ খবর প্রচার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার পরিদর্শনে ঢাবির টিম
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
১০