ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ২৩

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:১২

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উপকূলীয় শহর তেল আবিবসহ ইসরাইলের অন্তত তিনটি এলাকায় আঘাত হেনেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থা। 

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হামলায় তেল আবিবের রামাত আবিভ এলাকার কয়েকটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তেল আবিবের মেয়র রন হুলদাই সাংবাদিকদের বলেন, ‘যে বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আগে থেকেই ভেঙে ফেলার পরিকল্পনা ছিল। তাই ভেতরে কেউ ছিলেন না। 

তিনি আরো বলেন, যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, তারা সবাই সুস্থ ও নিরাপদে আছে। 

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানায়, তেল আবিবের দক্ষিণে নেস জিওনা এবং উত্তরের হাইফাতেও ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। 

দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’-এর প্রধান এলি বিন সাংবাদিকদের জাানন, হামলায় সারা দেশে ২৩ জন আহত হয়েছেন। 

ইসরাইলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দুই ধাপে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কিত তথ্য কঠোর সামরিক সেন্সরশিপের অধীন। তবে, গত ১৩ জুন ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে অন্তত ৫০টি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে নেতানিয়াহু সরকার। যাতে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত সাড়ে ৪শটির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১ হাজার ড্রোন প্রতিহত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা
ছিনতাইয়ের মামলা দ্রুত রিপোর্ট দাখিলে পুলিশকে আদালতের নির্দেশ
ইসরাইল আবার আক্রমণ করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে: ইরান
চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নিয়ে মাখোঁর সিদ্ধান্তে ইসরাইল-ফ্রান্সের মধ্যে উত্তেজনা 
আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমতার ওপর গুরুত্বারোপ
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
১০