রাশিয়ায় হামলার পরিসর বাড়ানোর ঘোষণা ইউক্রেনীয় সেনাপ্রধানের

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৭:১৬

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : রাশিয়ায় ইউক্রেনের হামলার ‘মাত্রা ও পরিসর’ আরও বাড়ানোর অঙ্গীকার করে দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি বলেছেন, রাশিয়ায় ইউক্রেনের হামলা সফল হচ্ছে। কিয়েভ কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানবে।

কিয়েভ থেকে এএফপি জানায়, রোববার ওলেক্সান্দার সিরস্কি সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা এগিয়ে যাব। আমরা হামলার মাত্রা ও পরিসর আরও বাড়াব।

তিন বছর ধরে চলা যুদ্ধের কূটনৈতিক সমাধানে সাম্প্রতিক সময়ের উদ্যোগে কোনো সমাধান না আসার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। প্রায় তিন সপ্তাহ আগে দুই পক্ষের মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন করে আলোচনায় বসার কোনো তারিখ নির্ধারিত হয়নি।

সিরস্কি বলেন, আমরা কেবল রক্ষণাত্মক অবস্থানে বসে থাকব না। কারণ তাতে কোনো ফল আসে না। শেষ পর্যন্ত আমাদের পিছু হটতে হয় এবং জনগণ ও ভূখণ্ড হারাতে হয়।

বিস্তৃত এক বক্তব্যে সিরস্কি স্বীকার করেন, ড্রোন হামলায় কিছু ক্ষেত্রে রাশিয়ার অগ্রাধিকার রয়েছে, বিশেষ করে ফাইবার-অপটিক সংযুক্ত ড্রোন তৈরির ক্ষেত্রে, যেগুলো তার দিয়ে নিয়ন্ত্রিত ও সিগনাল জ্যামিং-এর মাধ্যমে থামানো কঠিন।

তিনি বলেন, এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে তাদের ড্রোনের সংখ্যা ও ব্যবহারিক পরিসরে এগিয়ে রয়েছে রাশিয়া।

তিনি আরও দাবি করেন, গত আগস্টে এক সীমান্ত অভিযানের পর ইউক্রেন এখনও রাশিয়ার কুর্¯‹ অঞ্চলের ৯০ বর্গকিলোমিটার (৫৬ বর্গমাইল) ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে।

সিরস্কি বলেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসনের জবাবে আমরা এই প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছি।

তবে রাশিয়া চলতি বছরের এপ্রিলে জানায়, তারা কুর্¯‹ অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে ইউক্রেনের সেনা উপস্থিতির দাবি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে এবং ২০২২ সালের আগ্রাসনের পর থেকে চারটি ইউক্রেনীয় অঞ্চল নিজেদের অংশ বলে দাবি করছে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ।

কিয়েভ অভিযোগ করেছে, মস্কো ইচ্ছাকৃতভাবে শান্তিচুক্তির প্রচেষ্টা ব্যাহত করছে, যেন তারা ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালিয়ে আরও ভূখণ্ড দখল করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০