মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:৪৫

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্র দফতর রোববার আমেরিকানদের জন্য "বিশ্বব্যাপী সতর্কতা" জারি করে বলেছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত বিদেশে ভ্রমণকারী বা বসবাসকারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পররাষ্ট্র দফতর জারিকৃত নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।

পররাষ্ট্র দফতর ‘বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরো সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

বিবৃতিতে মার্কিন রাতের বেলায় বিমানের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর বা সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনও উল্লেখ করা হয়নি। তবে তেহরানের মতে এই পদক্ষেপের ‘অপূরণীয় পরিণতি’ হবে বলে উল্লেখ করেছে।

রোববার ইসলামিক প্রজাতন্ত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিয়েছে এবং সতর্ক করেছে। পেন্টাগনের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার জন্য ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন বাহিনীর ওপর আক্রমণ করা হতে পারে। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘এই অঞ্চলের বা অন্য কোথাও যে কোনও দেশকে আমেরিকান বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করলে, আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে লক্ষ্যবস্তু করবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার থেকে ইসরাইল থেকে মার্কিন নাগরিক এবং ইসরাইল বা পশ্চিম তীরে বসবাসকারী স্থায়ী মার্কিন বাসিন্দাদের জন্য ইসরাইল থেকে সরিয়ে নেওয়ার ফ্লাইট শুরু করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার পরিদর্শনে ঢাবির টিম
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
১০