ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে অস্ট্রেলিয়ার সমর্থন

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:০৩

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। তবে মধ্যপ্রাচ্যে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ এড়াতে চায় তারা।
সিডনি থেকে এএফপি এই খবর জানায়।

সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সাংবাদিকদের বলেন, ‘ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যায় না। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরা এর পক্ষে আছি।’

তিনি আরও বলেন, ‘এখন কী হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা উত্তেজনা বৃদ্ধির পক্ষে নই। আমরা কূটনৈতিক উদ্যোগ, শান্তি ও সংলাপ চাই। কারণ, বিশ্ব আর মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ দেখতে চায় না।’

যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘তেহরান আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

এ হামলার পক্ষে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়ার রক্ষণশীল বিরোধীদলও। তবে ছোট দল গ্রিন পার্টি এটিকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।

দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার। ২০২১ সালে, চীনকে মোকাবেলায় অস্ট্রেলীয় নৌবাহিনীকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দিয়ে সজ্জিত করার জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে একটি বহু-দশকের চুক্তি করে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা
ছিনতাইয়ের মামলা দ্রুত রিপোর্ট দাখিলে পুলিশকে আদালতের নির্দেশ
ইসরাইল আবার আক্রমণ করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে: ইরান
চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নিয়ে মাখোঁর সিদ্ধান্তে ইসরাইল-ফ্রান্সের মধ্যে উত্তেজনা 
আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমতার ওপর গুরুত্বারোপ
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
১০