মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত উত্তেজনার’ বিরুদ্ধে সতর্ক করলেন ম্যাক্রোঁ

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:৩৩

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত উত্তেজনা’ বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন। ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা চালানোর পর তিনি এই কথা বলেন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।

প্যারিসে প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে ম্যাক্রোঁ বলেন, ‘কোনও কঠোর সামরিক প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না’।

তিনি আরও বলেন, ‘কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা পুনরায় শুরু করাই আমাদের লক্ষ্য পূরণের একমাত্র উপায়, অর্থাৎ ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বাধা দেওয়ার।’

তবে ফরাসি নেতা সরাসরি মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেননি।

এদিকে, ম্যাক্রোঁ মঙ্গলবার ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য নেদারল্যান্ডসে যাওয়ার কথা রয়েছে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

জার্মান ও যুক্তরাজ্যের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ম্যাক্রোঁ ইরানকে ‘এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনও পদক্ষেপ না নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

এর আগে এই ফরাসি নেতা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে, উত্তেজনা কমাতে এবং ‘সর্বোচ্চ সংযম প্রদর্শন’ করার আহ্বান জানিয়েছিলেন।

এছাড়াও তিনি ইরানকে ‘পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে’ বলেছেন, পাশাপাশি ‘পুরো অঞ্চলের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতির ঝুঁকি’ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

ম্যাক্রোঁ রোববার সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সাথেও কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সিগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান
টিআর কাবিখার ২১৬২ কোটি টাকা ফেরত দেয়া হয়েছে: ত্রাণ উপদেষ্টা
মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা
ছিনতাইয়ের মামলা দ্রুত রিপোর্ট দাখিলে পুলিশকে আদালতের নির্দেশ
ইসরাইল আবার আক্রমণ করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে: ইরান
চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নিয়ে মাখোঁর সিদ্ধান্তে ইসরাইল-ফ্রান্সের মধ্যে উত্তেজনা 
আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল
১০