ইরানের পশ্চিমে সামরিক স্থাপনাগুলোতে ইসরাইলের আঘাত

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৩:১১ আপডেট: : ২৩ জুন ২০২৫, ১৫:৫১

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিমে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে সোমবার আঘাত করেছে। 

বৈরী দুই দেশের মধ্যে ১১তম দিনে লড়াই চলছে।

জেরুজালেম থেকে ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৫টিরও বেশি যুদ্ধ বিমান ইরানের পশ্চিমে কেরমানশাহ এলাকায় হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি ভূখণ্ডের দিকে লক্ষ্য করে রাখা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণাগারকে ধ্বংস করেছে।’

পূর্ববর্তী এক বিবৃতিতে বলা হয়েছে,  বিমান বাহিনী বর্তমানে ইরানের কেরমানশাহে সামরিক অবকাঠামো স্থাপনাগুলোয় আঘাত করছে।

ইসরাইল ১৩ জুন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি সামরিক নেতা ও নিরাপত্তা পরিষেবা লক্ষ্য করে বড় আকারের হামলা চালায়।

সোমবার ভোরে দুই শত্রু দেশের মধ্যে আকাশ পথে হামলা শুরু হয়।

সপ্তাহের শেষে তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান  নিক্ষেপিত বাঙ্কার-বিধ্বংসী বোমার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে।

তবে অন্যান্য কর্মকর্তারা বলেছেন, এতে করে  তেহরানের পারমাণবিক কর্মসূচি কতটা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে, তা নির্ধারণ করার সময় এখনো আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 
১০