ইরানের পশ্চিমে সামরিক স্থাপনাগুলোতে ইসরাইলের আঘাত

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৩:১১ আপডেট: : ২৩ জুন ২০২৫, ১৫:৫১

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিমে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে সোমবার আঘাত করেছে। 

বৈরী দুই দেশের মধ্যে ১১তম দিনে লড়াই চলছে।

জেরুজালেম থেকে ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৫টিরও বেশি যুদ্ধ বিমান ইরানের পশ্চিমে কেরমানশাহ এলাকায় হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি ভূখণ্ডের দিকে লক্ষ্য করে রাখা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণাগারকে ধ্বংস করেছে।’

পূর্ববর্তী এক বিবৃতিতে বলা হয়েছে,  বিমান বাহিনী বর্তমানে ইরানের কেরমানশাহে সামরিক অবকাঠামো স্থাপনাগুলোয় আঘাত করছে।

ইসরাইল ১৩ জুন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি সামরিক নেতা ও নিরাপত্তা পরিষেবা লক্ষ্য করে বড় আকারের হামলা চালায়।

সোমবার ভোরে দুই শত্রু দেশের মধ্যে আকাশ পথে হামলা শুরু হয়।

সপ্তাহের শেষে তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান  নিক্ষেপিত বাঙ্কার-বিধ্বংসী বোমার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে।

তবে অন্যান্য কর্মকর্তারা বলেছেন, এতে করে  তেহরানের পারমাণবিক কর্মসূচি কতটা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে, তা নির্ধারণ করার সময় এখনো আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা
ছিনতাইয়ের মামলা দ্রুত রিপোর্ট দাখিলে পুলিশকে আদালতের নির্দেশ
ইসরাইল আবার আক্রমণ করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে: ইরান
চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নিয়ে মাখোঁর সিদ্ধান্তে ইসরাইল-ফ্রান্সের মধ্যে উত্তেজনা 
আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমতার ওপর গুরুত্বারোপ
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
১০