হরমুজ প্রণালী বন্ধে ইরানকে বিরত রাখতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৬:২২

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইরানকে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখে। এই আহ্বান আসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

রুবিও ফক্স নিউজকে বলেন, ‘আমি বেইজিংয়ে চীন সরকারকে উৎসাহ দিচ্ছি, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে। কারণ, চীন হরমুজ প্রণালীর ওপরই তাদের তেলের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল।’

বিশ্লেষকদের মতে, রোববার সকালে ওয়াশিংটনের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধের পথ বেছে নিতে পারে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।

‘যদি তারা তা করে, তাহলে এটি আরেকটি ভয়াবহ ভুল হবে’ বলে উল্লেখ করে রুবিও বলেন, ‘এটি হবে 
তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা এবং আমরা এটি মোকাবিলা করার বিকল্প রাখি।’

তিনি বলেন, ‘তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত, এটি অন্যান্য দেশের অর্থনীতিকে আমাদের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। আমার মনে হয়, এটি একটি বিশাল উত্তেজনা সৃষ্টি করবে। এর প্রতিক্রিয়া কেবল আমাদের নয়, অন্যন্যাদের কাছ থেকেও আসা যুক্তিযুক্ত।’

এদিকে, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা বলেছেন, এসব ঘাঁটি এখন থেকে ‘আমাদের সেনাবাহিনীর জন্য বৈধ টার্গেট।’

তবে এই মার্কিন হামলার পর তেহরান সংঘাত কমাবে না আরও বাড়াবে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, চীন ও রাশিয়া বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এসব হামলা ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত
সোশ্যাল মিডিয়ার উপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা শিশুদের নিরাপদ রাখবে না বলে সতর্ক করেছে ইউটিউব
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০