সিরিয়াকে সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল হতে দেব না: এরদোয়ান

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৬:২৯

২৩ জুন, ২০২৫ (বাসস) : সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সোমবার বলেছেন, উগ্রপন্থীদের মাধ্যমে সিরিয়াকে আবারও বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে দেওয়া হবে না।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এরদোয়ান বলেন, আমরা কখনোই আমাদের প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম সিরিয়াকে ‘প্রক্সি সন্ত্রাসী সংগঠনের’ মাধ্যমে নতুন করে অস্থিতিশীল পরিবেশের দিকে ফিরিয়ে নিতে দেব না।

তিনি আরো বলেন, তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখবে। তবে তিনি ‘প্রক্সি সন্ত্রাসী সংগঠন’ বলতে কোন গোষ্ঠীকে বোঝাতে চাচ্ছেন, সে বিষয়টি স্পষ্ট করেননি। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় নতুন সরকারের শাসনামলে এটিই প্রথম আত্মঘাতী হামলার নজির। 

এ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে দায়ী করেছে দামেস্কের সরকার। এই হামলাকে ‘জাতীয় সহাবস্থানে বিঘ্ন সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার প্রয়াস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তুরস্ক আসাদ বিরোধী এইচটিএস বিদ্রোহীদের অন্যতম প্রধান সমর্থক ছিল। দেশটি বর্তমানে আহমেদ আল-শারার নেতৃত্বে পরিচালিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পাশে রয়েছে। 

তারা সিরিয়ায় আইএস ও অন্যান্য জঙ্গি হুমকি মোকাবিলায় বারবার সামরিক ও কৌশলগত সহায়তার আশ্বাস দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার পরিদর্শনে ঢাবির টিম
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
১০