তেহরানে ‘দমনযন্ত্রের কেন্দ্র’ এভিন কারাগারে হামলার দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:২২

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস): ইসরাইল ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার বিভিন্ন কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনী।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘আমাদের সেনাবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর দমনযন্ত্র ও সরকারি কাঠামোর ওপর নজিরবিহীন শক্তিতে হামলা চালাচ্ছে।’ তার দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে- এভিন কারাগার, যেখানে রাজনৈতিক বিরোধী ও সরকারবিরোধী ব্যক্তিদের আটক রাখা হয়, বাসিজ মিলিশিয়ার সদর দফতর এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ড সেন্টার।

সেনাবাহিনীর এক বিবৃতিতেও এসব হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ‘এই বাহিনীগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার নামে দমনমূলক তৎপরতা চালায় এবং শাসনব্যবস্থার স্থিতিশীলতা টিকিয়ে রাখে।’

ইসরাইল ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে। শুরুতে পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকেই মূল লক্ষ্য করা হয়। তবে এরপর থেকে ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু রাষ্ট্রীয় টেলিভিশন, নিরাপত্তা সংস্থা এমনকি আবাসিক এলাকাতেও বিস্তৃত হয়েছে। এতে ধারণা জোরাল হয়েছে যে, আয়াতুল্লাহ খামেনেয়ীর সরকার পতনের চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক পোস্টে লিখেছেন, ‘রেজিম চেঞাজ বলাটা এখন আর রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু যদি বর্তমান ইরানি শাসনব্যবস্থা ইরানকে আবার মহান করতে না পারে, তবে শাসন পরিবর্তনই বা হবে না কেন?’ তিনি পোস্টটির শেষে লেখেন, ‘মিগা!!!’ (মেক ইরান গ্রেট এগেন’)।

সোমবার সকালে তেহরানের উত্তরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এএফপির সংবাদদাতারা। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের একটি ভবনের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তেহরানের এভিন কারাগার বহু বছর ধরে রাজনৈতিক বন্দিদের আটককেন্দ্র হিসেবে পরিচিত। এটি একটি দুর্গতুল্য, সুরক্ষিত কমপ্লেক্স, যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বারবার সমালোচিত। এখানে অনেক বিদেশি নাগরিকও আটক রয়েছেন। ধারণা করা হয়, ইরানে বর্তমানে প্রায় ২০ জন ইউরোপীয় নাগরিক বন্দি রয়েছেন, যাদের অধিকাংশের বিষয়ে সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। পশ্চিমা দেশগুলো একে রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে জিম্মি কৌশল বলে আখ্যা দেয়।

সোমবার অন্তত তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ আরও হুঁশিয়ারি দেন, ‘ইসরাইলের জনগণের ওপর যতবার রকেট ছোড়া হবে, ইরানি শাসক ততবার কঠিন মূল্য চুকাবে- পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার পরিদর্শনে ঢাবির টিম
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
১০