অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে নাটকীয় প্রত্যাবর্তন, ঊর্ধ্বমুখী ভার্জিন অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:১১

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস) : চার বছরের বেশি সময় আগে দেউলিয়ার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে মঙ্গলবার অস্ট্রেলিয়ান শেয়ারবাজারে পুনঃতালিকাভুক্ত হয়ে ব্যাপক উত্থান দেখিয়েছে ভার্জিন অস্ট্রেলিয়া।

সিডনি থেকে এএফপি জানায়,  দেশটির শীর্ষস্থানীয় বিমান সংস্থা কান্তাসের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভার্জিন অস্ট্রেলিয়ার ৩০ শতাংশ শেয়ার এই মাসে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও)-র মাধ্যমে প্রতি শেয়ার ২.৯০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি করে ৬৮৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৪৪৪ মিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে পুরো এয়ারলাইনের মূল্য নির্ধারিত হয় প্রায় ২.৩ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। দুপুরে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম পাঁচ মিনিটেই শেয়ারটি অফার মূল্যের তুলনায় ৮.৬ শতাংশ বৃদ্ধি পায়।

২০২০ সালের শেষদিকে, যখন কোভিড-১৯ মহামারিতে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ হয়ে যায় এবং অস্ট্রেলিয়ান সরকার আর্থিক সহায়তা না দেওয়ায়, মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান বেইন ক্যাপিটাল এয়ারলাইনটিকে উদ্ধার করে।

ভার্জিন অস্ট্রেলিয়ার চেয়ারম্যান পিটার ওয়ার্নে বলেন, আজ একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হল। কারণ, ভার্জিন অস্ট্রেলিয়া এখন একটি পাবলিক লিমিটেড কোম্পানি।

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে যেভাবে আমাদের দলটি এয়ারলাইনকে রূপান্তর করেছে এবং দীর্ঘমেয়াদে সফলতার জন্য প্রস্তুত করেছে, এই তালিকাভুক্তি তারই প্রতিফলন। আইপিও’র  মাধ্যমে ৩০ শতাংশ শেয়ার বিক্রি করার পর বেইন ক্যাপিটাল এখন ভার্জিন অস্ট্রেলিয়ার প্রায় ৪০ শতাংশের মালিক। এ বছর কাতার এয়ারওয়েজ কোম্পানিটির ২৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

কাতারের এই বিনিয়োগের ফলে অস্ট্রেলিয়ার প্রভাবশালী বিমান সংস্থা কান্তাস ও এর বাজেট ইউনিট জেটস্টারের (যারা মিলে দেশের ৬০ শতাংশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন করে) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিযোগিতা তৈরি হয়েছে।

ভার্জিন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ডেভ এমারসন বলেন, ‘আমরা আমাদের যাত্রায়  যতদূর পর্যন্ত পৌঁছেছি, তাতে আমরা গর্বিত এবং সামনের সুযোগ নিয়ে উচ্ছ্বসিত। কারণ, আমরা অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০