ইরান ও ইসরাইলকে ‘রাজনৈতিক সমাধান’ খুঁজতে আহ্বান চীনের 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৫:৫৪

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস) : চীন মঙ্গলবার ইরান ও ইসরাইলকে তাদের সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ খুঁজতে আহ্বান জানিয়েছে। ইসরাইল জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীনা সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। দুই চিরশত্রুর মধ্যে যুদ্ধের দ্বাদশ দিনে উভয় পক্ষকে ‘এটি লঙ্ঘন না করার’ আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরাইল জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘দ্বৈত অস্তিত্বের হুমকি’ দূর হওয়ার পর তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরাইল সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

এদিকে চীন বলেছে, তারা আশা করছে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি সম্পন্ন করা যাবে।

জিয়াকুন আরও বলেন, ‘ঘটনাবলি প্রমাণ করেছে সামরিক উপায়ে শান্তি আনা সম্ভব নয়। সংলাপ ও আলোচনাই সমস্যা সমাধানের সঠিক পথ।’

তিনি বলেন, ‘চীনা পক্ষ মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় অবদান রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে ইচ্ছুক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার পরিদর্শনে ঢাবির টিম
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
১০