ইরান ও ইসরাইলকে ‘রাজনৈতিক সমাধান’ খুঁজতে আহ্বান চীনের 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৫:৫৪

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস) : চীন মঙ্গলবার ইরান ও ইসরাইলকে তাদের সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ খুঁজতে আহ্বান জানিয়েছে। ইসরাইল জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীনা সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। দুই চিরশত্রুর মধ্যে যুদ্ধের দ্বাদশ দিনে উভয় পক্ষকে ‘এটি লঙ্ঘন না করার’ আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরাইল জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘দ্বৈত অস্তিত্বের হুমকি’ দূর হওয়ার পর তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরাইল সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

এদিকে চীন বলেছে, তারা আশা করছে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি সম্পন্ন করা যাবে।

জিয়াকুন আরও বলেন, ‘ঘটনাবলি প্রমাণ করেছে সামরিক উপায়ে শান্তি আনা সম্ভব নয়। সংলাপ ও আলোচনাই সমস্যা সমাধানের সঠিক পথ।’

তিনি বলেন, ‘চীনা পক্ষ মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় অবদান রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে ইচ্ছুক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০