বাসস দেশ-৩৩
টাঙ্গাইল- সাক্ষরতা দিবস
টাঙ্গাইলে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
টাঙ্গাইল, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : "প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ শীর্ষক প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সোমবার সকাল ১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ড. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আহসান হাবীব প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫১৪/এমএসআর