বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫২

প্যারিস, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার ক্রমবর্ধমান প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষায় অস্ত্র সংগ্রহের নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিস সফর করছেন।

জেলেনস্কির এই সফর তার পশ্চিমা মিত্র দেশগুলোতে একটি সংক্ষিপ্ত সফরের অংশ।  

এর আগে এই সফরকালে রোববার তিনি গ্রিসের সঙ্গে একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন। 

এই সফরের পরবর্তী অংশে মঙ্গলবার জেলেনেস্কি স্পেন সফর করবেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের নেতা বলেছেন, শিগগিরই ‘ফ্রান্সের সঙ্গে একটি বড় চুক্তি’ ঘোষণা করা হবে।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে তার আলোচনায় এটি চূড়ান্ত হবে কি-না, তা জানা যায়নি।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, প্যারিস ইউক্রেনকে ‘রাশিয়ার আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের’ সুযোগ করে দেওয়ার উপায় প্রস্তাব করবে।

মাখোঁর কার্যালয় বিমান প্রতিরক্ষার ওপর বিশেষভাবে জোর দিয়েছে। কিয়েভে রাশিয়ার মারাত্মক হামলার একদিন পর শনিবার জেলেনস্কি আরও ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থার জন্য আবারও তার এই আবেদন জানিয়েছেন।

দিনের শুরুতে জেলেনস্কি ও মাখোঁ প্যারিসের কাছে ভিলাকুব্লে বিমান ঘাঁটিতে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান পরিদর্শন করবেন।

তারা ড্রোন ও ইতালির সঙ্গে ফ্রান্সের তৈরি এসএএমপি-টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পরিদর্শন করবেন।

জেলেনস্কি ও মাখোঁ এরপর এলিসি প্রাসাদে যৌথ ড্রোন উৎপাদন সংক্রান্ত একটি ফোরামে যাবেন।

ইউক্রেন জানিয়েছে, ফ্রন্টলাইন আক্রমণের জন্য এবং রাশিয়ান ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য চলতি বছর তাদের ৪ দশমিক ৫ মিলিয়নেরও বেশি ড্রোন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

ফ্রান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের একটি বহুজাতিক বাহিনীর সদর দপ্তরও পরিদর্শন করবেন। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর, ইউক্রেনে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করার জন্য ফ্রান্স ও ব্রিটেন বহুজাতিক বাহিনীর এই সদর দপ্তর প্রস্তুত করছে। 

প্যারিসের পশ্চিমে মন্ট ভ্যালেরিয়েনে অবস্থিত সদর দপ্তরে ফ্রান্স ও ব্রিটেন আয়োজিত ‘ইচ্ছুকদের জোট’ এর দেশগুলো বাহিনী প্রস্তুত করার জন্য অফিসার পাঠিয়েছে। 

ফ্রান্স বলেছে যে ৩৪টি দেশ ও ইউক্রেন ইতোমধ্যেই এতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর জেলেনস্কির এটি নবম ফ্রান্স সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
শ্রীলংকাকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করল পাকিস্তান
বিশ্বকাপের টিকেট পেল রোনাল্ডো বিহীন পর্তুগাল
সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা 
শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
তার ছাড়াই একাধিক ডিভাইসে চার্জ দেবে ‘স্মার্ট পাওয়ার বক্স’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন বিমান চলাচল স্বাভাবিক হবে
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড
১০