
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : গত মে মাসে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা লাগায় দুই নাবিক নিহত হওয়া মেক্সিকান নৌ প্রশিক্ষণ জাহাজটি রোববার মেক্সিকোর ভেরাক্রুজ বন্দরে আনুষ্ঠানিকভাবে ফিরেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিউ ইয়র্কের ম্যানহাটন এবং ব্রুকলিন এলাকার সংযুক্তকারী ঐতিহাসিক সেতুতে ধাক্কা দেওয়ার সময় ১৫০ ফুট উচ্চতার মাস্তুল বিশিষ্ট কুয়াহটেমোক বার্কে ওই সময় অসংখ্য নাবিক ছিলেন, যাদের মধ্যে দু’জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।
ঐতিহ্যবাহী নৌচলাচল কৌশল সম্পর্কে ক্যাডেটদের শেখানোর জন্য ব্যবহৃত জাহাজটি শুভেচ্ছা ভ্রমণে বিদেশী বন্দর পরিদর্শন করে। দুর্ভাগ্যজনক নিউ ইয়র্ক ভ্রমণের পূর্বে জাহাজটি ১৫টি দেশের ২২টি বন্দরে ভ্রমন করে।
প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ভারাক্রুজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিহত দুই নাবিককে শ্রদ্ধা জানান।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকান উভয় তদন্তকারীই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন।