বাঁশখালীতে আগুনে নিঃস্ব মুক্তিযোদ্ধা পরিবারের পাশে জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪০
আগুনে পুড়ে নিঃস্ব বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আগুনে পুড়ে নিঃস্ব বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল রোববার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোািগতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

সম্প্রতি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার খবর পান চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। পরে তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমকে ঘটনাস্থল পরিদর্শন করে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইউএনও জামশেদুল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সার্বিক খোঁজখবর নেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ বান্ডেল টিন, নগদ ২০ হাজার টাকা ও ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেন। 

এছাড়া তার ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
র‌্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা
শ্রমিক সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধি, ধানের দাম কমায় উদ্বিগ্ন কৃষকরা
রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি 
হামাস ও হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর
রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ কারবারি গ্রেপ্তার
১০