রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৩০

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ী থেকে কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
আজ সোমবার দুপুরে র‌্যাব-৫ এর  মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার যুবক ডিমভাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে। 

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে একটি চক্র বিপুল পরিমাণ হেরোইন নিয়ে এসে নিজেদের বাড়িতে মজুদ করে রাখে এবং দেশের বিভিন্ন স্থানে কৌশলে ডেলিভারি করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক চক্রটিকে অবৈধ মাদকদ্রব্য পাচারকালে হাতেনাতে ধরার জন্য র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল তাদের গতিবিধি অনুসরণ ও পর্যালোচনা করতে থাকে। অবশেষে গতকাল রাতে অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধারসহ সিয়ামকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, আসামি সিয়াম দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইনের চালান সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে রাখে এবং দেশের বিভিন্ন স্থানে নানাবিধ উপায়ে তা ডেলিভারি করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে হেরোইন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। সে গতকাল পদ্মার তীরবর্তী প্রত্যন্ত চর থেকে মাল রিসিভ করে নিয়ে আসে এবং তার বাড়িতে চালের উপরে লুকিয়ে রেখেছিল। 

তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের
প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান
দিনাজপুরে পিঠা উৎসবের সমপনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় 
১০